News71.com
 Bangladesh
 28 Jun 16, 10:35 AM
 418           
 0
 28 Jun 16, 10:35 AM

রাজধানীর লালবাগে নেল পালিশের রিমুভারের আগুনে দগ্ধ দুই জনই অবশেষে মারা গেলেন

রাজধানীর লালবাগে নেল পালিশের রিমুভারের আগুনে দগ্ধ দুই জনই অবশেষে মারা গেলেন

নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগে রিমুভারের আগুনে দগ্ধ দুই জনই অবশেষে মারা গেছেন। টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাত ৩টার দিকে মারা গেছেন নূর আলম বাবু (৩০)।


এর আগে ররিবার রাতে মারা গিয়েছিলেন নূর জাহান বেগম। নেল পালিশের রিমুভার থেকে লেগুনার টায়ারে আগুন ধরে যাওয়ায় অগ্নিদগ্ধ হয়েছিলেন এ দুই জন। রাজধানীর লালবাগে নবাবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছিল।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নূর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নূর আলমের দেহের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার লাশ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত নূর আলম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবদুল মোতালেবের পুত্র। একই ঘটনায় ৫০ শতাংশ দগ্ধ হওয়া নূর জাহান বেগম রবিবার রাতে মারা গিয়েছেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাবু মিয়ার স্ত্রী। নিহত দুই জনই কামরাঙ্গিরচর রসুলপুর এলাকায় থাকতো।

সোয়ারি ঘাট থেকে ১ কেজি নেল পালিশের রিমুভার নিয়ে একটি লেগুনায় ওঠেছিলেন নূর আলম বাবু। ওই লেগুনাতেই ছিলেন নূরজাহান বেগম।

তারা দু’জনই লেগুনা থেকে নবাবগঞ্জ বেড়িবাঁধে নামেন। এ সময় বাবুর হাত থেকে রিমুভারের ব্যাগ পড়ে যায় এবং রিমুভার লেগুনার টায়ারে লেগে আগুন ধরে যায়। এ আগুন থেকে দু’জনে দগ্ধ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন