News71.com
 Bangladesh
 28 Jun 16, 09:48 AM
 505           
 0
 28 Jun 16, 09:48 AM

চট্টগ্রাম মহানগরীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

চট্টগ্রাম মহানগরীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বিমান বন্দর সড়কের নৌ বাহিনীর ইশা খাঁ গেটের সামনে মোটর সাইকেল ও কার্ভাডভ্যানের সংর্ঘষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন মামা-ভাগ্নের সম্পর্ক।


সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে মামার নাম জানা গেলেও ভাগ্নের নাম পাওয়া যায়নি। মামার নাম হলো-ওসমান গণি (৪০)। তার পিতার নাম টোটন মিয়া, বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া এলাকায়।

 

ঘটনাস্থল থেকে ইপিজেড থানার এসআই কপিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে দ্রুতগামী একটি কার্ভাডভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান।


তিনি বলেন, তাৎক্ষণিকভাবে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অন্যজনের নাম পরিচয় জানতে পারিনি। আমরা লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়েছি। পালিয়ে যাওয়া কার্ভাডভ্যান আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন