
নিউজ ডেস্ক : গতকাল ২৭শে জুন সোমবার রাজশাহীতে ইচ্ছে ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের মাঝে ঈদের জন্য নতুন কাপড় বিতরণ করা হয়েছে । রাজশাহী রেল- স্টেশনে সকাল ১১টা ৩০ মিনিটে ইচ্ছে ফাউন্ডেশন এর সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে । পরে তারা কোট স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করে ।
পরে রাতে ইচ্ছে ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর সদস্যরা রাজশাহী রেল- স্টেশন, সাহেব বাজার এলাকায় রাস্তার পাশে শুয়ে থাকা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করে।
ইচ্ছে ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্যোগে ৩৮জন সুবিধাবঞ্চিত মেয়ে এবং ৩৭জন সুবিধাবঞ্চিত ছেলেকে ঈদের নতুন কাপড় সহ মেহেদী বিতরণ করা হয় । আর ১৫জন সুবিধাবঞ্চিত বয়স্ক নারী এবং ১০জন বয়স্ক পুরুষকে ঈদের নতুন কাপড় বিতরণ করে ।