
নিউজ ডেস্ক: সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ ৩৫তম ব্যাচের উদ্যোগে ইফতার শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুন সোমবার ইউনিভার্সিটির বিবিএ ক্যাম্পাসের হলরুমে ওই ইফতার পার্টির আয়োজন করা হয়।
ইফতারের আগে বাংলাদেশসহ বিশ্ববাসির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়েরই ছাত্র নাইমুর রহমান।
ইফতার পার্টিতে বিবিএ ডিপার্টমেন্ট ৩৫তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলো সাইফুল ইসলাম, প্রবাল কুমার ভৌমিক, সাকিব সাইম সহ ৩৫তম ব্যাচের শিক্ষার্থী। বিভাগের এমন আয়োজনে শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছেন।