News71.com
 Bangladesh
 27 Jun 16, 11:49 PM
 441           
 0
 27 Jun 16, 11:49 PM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক বিদ্যুৎ মিস্ত্রী মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক বিদ্যুৎ মিস্ত্রী মৃত্যু

নিউজ ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে মাসুম উদ্দিন (৩০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রী মারা গেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার কামারপাড়া গ্রামের মো. আসলাম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম কিশোরগঞ্জের কসাইপাড়া গ্রামের মো. আশরাফ উদ্দিনের ছেলে। এ বিষয়ে আসলাম উদ্দিন জানান, আজ সকাল থেকে সে বাড়িতে বিদ্যুতের কাজ করছিল।

দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির মিটারের তার ঠিক করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন