News71.com
 Bangladesh
 27 Jun 16, 11:48 PM
 470           
 0
 27 Jun 16, 11:48 PM

রংপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ২৪ লাখ টাকার বাজেট পাশ

রংপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ২৪ লাখ টাকার বাজেট পাশ

নিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ২৪ লাখ টাকার বার্ষিক উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মেয়র আলহাজ শরফুদ্দিন আহমেদ ঝন্টু এক সংবাদ সম্মেলনে সিটি করর্পোরেশন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বাজেট প্রস্তাব করেন।

কর বৃদ্ধি ও করের আওতা বাড়ানো ছাড়াই বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে চলতি (২০১৬-১৭) অর্থবছরের চেয়ে ১৫৬ কোটি ১৯ লাখ টাকার বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটে বরাদ্দ রয়েছে ৬৫৪ কোটি ৫ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেট ঘোষণার আগে সিটি মেয়র বলেন, ২০১৩ সালে ১৯ ফেব্রুয়ারি প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইতিমধ্যে নগরীতে অবকাঠামোগত ও অন্যান্য ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সিটি মেয়র বলেন, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রচলিত করের হার অপরিবর্তিত থাকবে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় থেকে প্রায় ৪৬ কোটি ৮ লাখ টাকা এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজে সহযোগিতার জন্য সরকার, বিভিন্ন দাতা ও সংস্থা থেকে ৭৫৪ কোটি ৬০ লাখ টাকা অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে সিটি কাউন্সিলরগণ আরপিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন খান, নির্বাহী ইঞ্জিনিয়ার আজম আলী, সচিব ফজলুল কবির, করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারী, সুশীল সমাজের সদস্য, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রুহুল আমীন খান অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রস্তাবিত বাজেটের নানা দিক তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন