
নিউজ ডেস্ক: চাঁদপুরে মাদক বিক্রির অপরাধে ছেলে রায়হান হোসেনকে (১৯) পুলিশে দিলেন বাবা হাছান হাওলাদার। আজ সোমবার বিকেলে পুরানবাজার বাকালিপট্টি মাছ বাজারে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসী।
এ সময় তার বাবা পুরানবাজার ফাঁড়ি পুলিশকে খবর দিলে তারা তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। রায়হানের বাবা হাসান হাওলাদার জানান, ছেলে দীর্ঘদিন ইয়াবা বিক্রি করে আসছিল।
তাকে বহুবার নিষেধ করার পরও সে পুরান বাজারের মাদক বিক্রেতাদের কাছ থেকে ইয়াবা এনে বিক্রি করে আসছে। তার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করলে ইয়াবা বিক্রি অনেকাংশে কমে যাবে।
এ ব্যাপারে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, পুরান বাজারে প্রায় শতাধিক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করার পরেও তারা জেল থেকে বেরিয়ে এসে আবার ব্যবসা শুরু করে।
তাদের আবারও মাদকসহ আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।