News71.com
 Bangladesh
 27 Jun 16, 11:47 PM
 476           
 0
 27 Jun 16, 11:47 PM

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে কোটি টাকার বিক্রয় নিষিদ্ধ সরকারি ও নকল ওষুধ জব্দ

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে কোটি টাকার বিক্রয় নিষিদ্ধ সরকারি ও নকল ওষুধ জব্দ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ওষুধের বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে নকল ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধসহ পাঁচ কোটি টাকার ওষুধ জব্দ করেছে র‌্যাব।

সোমবার বেলা ১১টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এ অভিযানে নকল ওষুধ কারখানার দুই কর্মচারীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সূত্রে জানা গেছে, চলমান এ অভিযানে রাত ৯টা পর্যন্ত হাজারী গলির ৩১টি দোকানকে মোট ৫৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, “আমদানি নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও সরকারি হাসপাতালে সরবরাহ করা ওষুধের বিশাল মজুদের সন্ধান পেয়েছি হাজারী গলিতে। সন্ধান মিলেছে নকল ওষুধের দুটি বড় কারখানারও।”

জরিমানা করা দোকানগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ও নকল ওষুধ জব্দ করার কথা জানিয়ে ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, এসব ওষুধের বাজার মূল্য হবে প্রায় পাঁচ কোটি টাকা। তিনি আরো বলেন, তিন মাস করে কারাদণ্ডপ্রাপ্ত নকল ওষুধ কারখানার দুই কর্মচারী হলেন- ঝুলন চৌধুরী ও রাজা মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন