News71.com
 Bangladesh
 27 Jun 16, 11:46 PM
 495           
 0
 27 Jun 16, 11:46 PM

জাবির গবেষণাখাতে বরাদ্ধের ঘাটতিতে ছাত্রফ্রন্টের ক্ষোভ

জাবির গবেষণাখাতে বরাদ্ধের ঘাটতিতে ছাত্রফ্রন্টের ক্ষোভ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেটের ৭০ ভাগেরও বেশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা খাতে বরাদ্দ দেয়া হয়েছে। অথচ গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র .২৯% (৫৬.৬০ লাখ টাকা)। এ নিয়ে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বিবৃতিতে বলা হয়, ‘বাজেট বিশ্লেষণে করে আমরা দেখতে পাই, ঘোষিত বাজেটের ৭০ ভাগেরও বেশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা খাতে বরাদ্দ দেয়া হয়েছে।’

সোমবার জাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাশুক হেলাল অনিক এবং সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান সংগঠনটি।

আরো বলা হয়, ‘আমরা মনে করি, যেখানে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৯৩ কোটি ৫২ লাখ টাকার এই বাজেট খুবই অপ্রতুল।

তার মধ্যে গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি এই অবহেলা বিশ্ববিদ্যলয়ের প্রাণসত্ত্বা জ্ঞান উৎপাদন কার্যক্রমকে বাধাগ্রস্থ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বন্ধা প্রতিষ্ঠানে পরিণত করবে।’

সঙ্কট সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একদিকে যেমন গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোরও আহ্বান জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা।

সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অর্থ সঙ্কট স্থায়ীভাবে নিরসনে রাষ্ট্রের কাছে ইউজিসি’র কৌশল পত্র বাতিল ও শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ দেয়ার দাবি জানানোর আহ্বান জানান তারা।

অন্যথায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শিক্ষার্থীদের নিয়ে বুর্জোয়া শাসক গোষ্ঠীর কাছে নতজানু বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করে শিক্ষা রক্ষার বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন