News71.com
 Bangladesh
 27 Jun 16, 10:31 PM
 449           
 0
 27 Jun 16, 10:31 PM

নীলফামারীর ডিমলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত এবং স্বামী আহত

নীলফামারীর ডিমলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত এবং স্বামী আহত

নিউজ ডেস্ক: নীলফামারীর ডিমলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়েশা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী মতিউর রহমান (৪৫)। আজ সোমবার দুপুরে উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের সুটিবাড়ি বাজারে এ ঘটনাটি ঘটে। তাদের বাড়ি একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, মতিউর রহমান তার স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গয়াবাড়ি গ্রামে মেয়ে জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় তারা সুটিবাড়ি বাজারে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের (রংপুর-ট-১১-০০৫২) ধাক্কায় ট্রাকটির চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় স্ত্রী আয়েশা বেগম এবং আহত হয় স্বামী মতিউর রহমান। পরে উপস্থিত লোকজন আহত মতিউরকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। এ বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, আটক ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। এখনও মামলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন