News71.com
 Bangladesh
 27 Jun 16, 10:30 PM
 487           
 0
 27 Jun 16, 10:30 PM

জামিনে মুক্ত বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ।।

জামিনে মুক্ত বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ।।

নিউজ ডেস্কঃ জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আজ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন ।

ব্যারিস্টার রফিকুল ইসলামকে জেলগেটে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় বেশকিছু দিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত ।

এর পর আইনজীবীর মাধ্যমে পুনরায় জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। উচ্চ আদালতেও এ জামিন বহাল থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন