
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের জন্য ২৬শে জুলাই দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন ।
মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খানান সোহেল, কাযনিবার্হী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও মারুফ কামাল খান সোহেলসহ ১৯ জন পলাতক রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২জন এ জামিনে রয়েছেন ।
সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ই ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর দারুসসালাম থানাধীন দিয়াবাড়ী নতুন রাস্তা এলাকায় নিউ ঢাকা লিংক মিনিবাসে অগ্নিসংযোগ করেন বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনায় দারুসসালাম থানার উপ-পরিদর্শক কামরুল হাসান একটি মামলা করেন ।
২০১৬ সালের ১৪ই মে ঐ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রায়হানুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, কার্যনিবার্হী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও মারুফ কামাল খান সোহেলসহ ২১ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয় ।