
নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬ ইউনিয়নেই ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম, ওজনে কারচুপি, ভুয়া নাম দেখিয়ে চাল উত্তোলন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। চরশৌলমারী ইউনিয়নে ভিজিএফ’র চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় জনতা ১৬ বস্তা (৫০ কেজির ওজনের) ৮০০ কেজি চাল আটক করে।
এমনকি চাল বিতরণের সময় সরকারি তদারকি কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। আজ সোমবার চাল বিতরণের সময় চেয়ারম্যানরা ওই অনিয়ম দুর্নীতির আশ্রয় গ্রহণ করে বলে জানা গেছে। এ ব্যাপারে চরশৌলমারী ইউনিয়নের বাসিন্দা আবু সাঈদ, নায়েব আলী, আলমগীর অভিযোগ করেন, চেয়ারম্যান ১৬ বস্তা চাল বাজারের আবুল ব্যাপারি নামের এক ব্যবসায়ির কাছে বিক্রি করে।
ওই চাল পাচারের সময় স্থানীয় জনতা তা আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা একরামুল ইসলাম চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন না।
এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চরশৌলমারী ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, এটা মিথ্যা কথা। দুঃস্থরা চাল গ্রহণ করে বাজারে বিক্রি করে দিলে আমি কি করব। তবে ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান সাংবাদিকদের কাছে ১৬ বস্তা চাল বিক্রির কথা স্বীকার করে বলেন, ওই টাকায় পরিবহন খরচ যোগানো হয়েছে।
ওই অনিয়ম ও ওজনে কারচুপি অন্য সকল ইউনিয়নেও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের আগে অভাবি দুঃস্থ মানুষ যাতে আনন্দ উপভোগ থেকে বঞ্চিত না হয় সে জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবার প্রতি ২০ কেজি করে চাল বরাদ্ধ দেয়।
এতে ৬ ইউনিয়নে ৪২ হাজার পরিবারের ওই চাল বিতরণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে দেখা যাবে।