News71.com
 Bangladesh
 27 Jun 16, 10:24 PM
 424           
 0
 27 Jun 16, 10:24 PM

ঝিনাইদহে পৌর মেয়রকে হত্যার হুমকি ।। উড়ো ফোনে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানালেন ডিআইজি

ঝিনাইদহে পৌর মেয়রকে হত্যার হুমকি ।। উড়ো ফোনে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানালেন ডিআইজি

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী আশরাফুল আজমকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার উল্লাহ বাংলাটিমের নামে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মেয়র কাজী আশরাফুল আজম শৈলকুপা থানায় জিডি করেছেন ।

শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমকে গত রোববার দুপুরে নিজ বাসায় কর্মীদের সাথে আলাপ করার সময় মুঠোফোনে নিজেকে আনসার উল্লাহ বাংলাটিমের পরিচয়ে হুমকি আসে। নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান পরিচয় দিয়ে মুঠোফোনে জানানো হয়, 'পাকিস্তানের করাচি থেকে আমরা বলছি, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। আপনি আওয়ামিলীগ করেন। পার্টির থেকে আপনার হত্যার আদেশ হয়েছে। ডিআইজি ঝিনাইদহ ঘুরে গেছেন। কেউ রক্ষা করতে পারবে না।'

এদিকে মুঠোফোনে হুমকি পেয়েই থানা পুলিশকে অবগত করেন মেয়র। এ ঘটনায় আজ তিনি একটি জিডি দায়ের করেন থানায়। শৈলকুপা থানার সেকেন্ড অফিসার ও জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল হোসেন জানান, পুলিশ ফোন নম্বর খতিয়ে দেখা সহ ঘটনার তদন্ত শুরু করেছেন। একই সাথে মেয়রের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।

এব্যাপারে পুলিশের খুলনা বিভাগের ডিআইজি এসএম মনির উজ্ জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিউজ৭১ কে জানান "এরকম উড়ো ফোনে ভীত হওয়ার কোন কারন নেই। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা মেনে জঙ্গীবাদের বিরুদ্ধে খুলনা বিভাগের প্রতিটি জেলার প্রতিটি থানার পাড়া-মহল্লায় পর্যায় পর্যন্ত পুলিশ-জনগনের সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে । পুলিশ ও জনতা সন্মিলিতভাবে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে । দেশের মধ্যে জঙ্গীদের বিরুদ্ধে জন সচেতনতা তৈরী হচ্ছে । এই জন প্রতিরোধে ভীত হয়ে কিছু সবাধীনতা বিরোধী জামাতের লোকেরা মনগড়া সংগঠনের নাম দিয়ে দেশের মধ্যে থেকেই প্রযুক্তি ব্যবহার করে ভিওআইপি সিস্টেম থেকে কল করে আতংক সৃষ্টির চেষ্টা করছে ।

ডিআইজি মনিরুজ্জামান আরও জানান " পুলিশ এই সকল উড়ো ফোনকল সনাক্ত করার চেষ্টা করছে । ইতিমধ্যেই তদন্তে জানাগেছে তারা ইতালি ও সুইজারল্যান্ডের তৈরী সফটওয়্যার ব্যবহার করে কিছু লোক দেশে থেকেই এই বিভ্রান্তি সৃষ্টি করছে । মুলত সাধারন মানুষকে আতংকিত করাই তাদের মুল কাজ। তিলে আশা করেন অচিরেই পুলিশ তাদের ধরে ফেলা সক্ষম হবে । "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন