
নিউজ ডেস্ক: সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (৩২) ও একজন দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকার শ্যামলী ত্রীনয়নী সিএনজি ফিলিং স্টেশনের পাশে থেকে ওই নারীর এবং গতকাল রবিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে ওই দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আজ সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল শ্যামলী ত্রীনয়নী সিএনজি ফিলিং স্টেশনের পাশে অজ্ঞাতপরিচয় ওই নারীর মৃতদেহ দেখতে পায় পথচারীরা।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনায়ও ওই নারী মারা যেতে পারে বলে জানান তিনি। অপরদিকে গতকাল রবিবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে রানা মিয়া (২৮) নামের এক দিনমজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তিনি বিরুলিয়ার কাকাবর এলাকার আকবর মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে নিজ বাড়ির একটি কক্ষে আড়ার সঙ্গে রানার ঝুলন্ত মৃতদেহ দেখতে প্রায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন বলেন, ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। সাভার মডেল থানার ওসি আরো জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।