
নিউজ ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়ায় বিরোধপূর্ণ জমির গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে ভাতিজাদের কিল-ঘুঁষির আঘাতে আজম খান (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আজম সর্ম্পকে ভাতিজাদের চাচা হয়।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চিটুয়া নওয়াপাড়া গ্রামের মৃত মহারাজ খানের ছেলে আজম খানের সাথে তার সৎ ভাইয়ের ছেলে রফিকুল ও তরিকুলদের বেশ কিছুদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
গতকাল রবিবার বিকেলে চাচা আজম খান তাদের বিরোধপূর্ণ ওই জমির গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। এ নিয়ে চাচা আজম খানের সাথে তার ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজারা চাচাকে এলোপাথারি কিল-ঘুঁষি মারতে থাকলে চাচা আজম খান অজ্ঞান হয়ে মাটিতে লুটে পরেন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় আজম খানকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভি রঞ্জন দেব বলেন, মৃতের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।