News71.com
 Bangladesh
 27 Jun 16, 10:13 PM
 424           
 0
 27 Jun 16, 10:13 PM

বাংলাদেশের আম ঢুকতে পারছে না ইউরোপের বাজারে

বাংলাদেশের আম ঢুকতে পারছে না ইউরোপের বাজারে

নিউজ ডেস্ক: সাতক্ষীরার আম যাচ্ছে ইউরোপের বাজারে-এমন খবর নিয়ে গত বছর তুমুল হৈ চৈ হলেও চলতি বছর সেই আম ঢুকতে পারেনি ইউরোপের বাজারে। বছর না ঘুরতেই বাংলাদেশের আমের ইউরোপের বাজার হাতছাড়া হওয়ার কারণ হিসেবে খোদ কৃষি বিভাগের কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন আম রপ্তানি সংশ্লিষ্টরা।

নিরাপদ আম উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করতে ২০১৪ সালে জাতিসঙ্গের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তায় একটি প্রকল্প হাতে নেয় কৃষিপণ্য রপ্তানি সহায়ক সরকারি প্রতিষ্ঠান হরটেক্স ফাউন্ডেশন। এফএও'র ফুড সেফটি প্রোগ্রামের হরটিকালচার সাব সেক্টরের আওতায় পরিচালিত প্রকল্পটির আওতায় দেশের চারটি জেলার ৯টি উপজেলার ১৮০ জন কৃষককে নিয়ে কাজ করে হরেটেক্স ফাউন্ডেশন। উপজেলাগুলো হলো রাজশাহী জেলার বাঘা ও চারঘাটা, চাঁপাইনবাবগঞ্জের সদর ও ভোলাহাট, পাবনার ইশ্বরদী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের সদর উপজেলা এবং সাতক্ষীরার সদর উপজেলা।

জানা গেছে, ওই চুক্তির আওতায় গত বছর চার ধাপে মোট তিন হাজার ৬২৬ কেজি আম রপ্তানি করে দীপ ইন্টারন্যাশনাল। এরপর প্রাকৃতিক কারণে বিশেষ করে মওসুমের শুরুতেই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের আমের গায়ে কালো কালো দাগ বসে যায়। এতে শুধু আমের বাহ্যিক সৌন্দর্য্যই বিনষ্ট হয়নি গুণগত মানও হ্রাস পায়। ফলে ওয়ালমার্টের সঙ্গে আলোচনা করে গত মওসুমের একপর্যায়ে আম রপ্তানি বন্ধ রাখা হয় বলে হরটেক্স ফাউন্ডেশন সূত্র জানায়।

এদিকে, নির্বাচিত কৃষকের মাধ্যমে নিরাপদ উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত হলে বাংলাদেশের তিনটি জাতের আম বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া ও বারি ৩ (আম্রপলি) আম নেওয়ার আগ্রহ প্রকাশ করে ওয়ালমার্ট।

এদিকে, আগের বছরের ধারাবাহিকতায় চলতি বছরও বাংলাদেশ থেকে প্রায় ৪০০ টন আম নেওয়ার আগ্রহ প্রকাশ করে ওয়ালমার্ট। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গনিরোধ উইং কর্তৃক দীপ ইন্টারন্যাশনালের উদ্ভিদ সঙ্গনিরোধ সনদপত্র প্রদান রহিত করলে ওয়ালমার্টের চাহিদা থাকা সত্ত্বেও আম রপ্তানি করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে বন্ধ হয়ে যায় ইউরোপের উচ্চমূল্যের বাজারে বাংলাদেশের আম যাওয়ার সম্ভাবনা।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপ ইন্টারন্যাশনালের উদ্ভিদ সংগনিরোধ সনদপত্র রহিত করা হয়।

দীপ ইন্টারন্যাশনালের মালিক পরিতোষ চন্দ্র মানিক জানান, ২০১৪ সালে লেবু রপ্তানির একটি কনসাইনমেন্টে জারা লেবুর সঙ্গে ১৮ পিস এলাচি লেবু পাওয়ায় দীপ ইন্টারন্যাশনালকে নন কম্প্লায়েন্স ঘোষণা করে কৃষি বিভাগ। এরপর ২০১৫ সালের মার্চ মাস থেকে পুনরায় পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে হঠাৎ করে এ বছর পুরনো ওই অপরাধে উদ্ভিদ সঙ্গনিরোধ সনদপত্র রহিত করা হয়।

এদিকে, ইউরোপের উচ্চমূল্যের বাজারে আম রপ্তানি বন্ধ হওয়ার জন্যে কৃষিবিভাগের কর্মকর্তাদের অসচেতনতাকে দায়ী করছেন রপ্তানি সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন এটা তাদের স্বেচ্ছাচারিতারও ফল। আর হরটেক্স ফাউন্ডেশন বলছে, বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে। কিন্তু এতদিন সেই বাংলাদেশের আমের আনুষ্ঠানিক রপ্তানি ছিল না। অনানুষ্ঠানিকভাবে কিছু রপ্তানি হলেও তা উন্নত বিশ্বের উচ্চমূল্যের বাজারে যেতে পারত না। যেত শুধু এথনিক মার্কেটে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি বিভাগের সঙ্গনিরোধ উইং'র উপপরিচালক মো. আনোয়ার হোসেন খান বলেন, "কোন প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালমার্টের চুক্তি রয়েছে- তা আমাদের জানা নেই। দীপ ইন্টান্যাশনাল নিয়ম লঙ্ঘন করে রপ্তানি করেছে। তাই তাকে ননকম্প্লায়েন্স ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়েরও সিদ্ধান্ত রয়েছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন