News71.com
 Bangladesh
 27 Jun 16, 10:12 PM
 418           
 0
 27 Jun 16, 10:12 PM

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের ভূয়সী প্রশংসা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের ভূয়সী প্রশংসা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি তরুণদের কর্মকাণ্ড দেখে ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

গত শনিবার মিশিগানে হ্যামট্রামিক সিটির বাংলা টাউনের একটি রেস্তোরাঁয় আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট (আবিয়া) এ মতবিনিময় সভার আয়োজন করেন।

বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রশংসা করেন বার্নিকাট। এ সময় তিনি বাংলাদেশি উদ্ভাবনীর কথা শুনে অভিভূত হন। বার্নিকাট বলেন, "নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে আজ অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সঠিক দিক নির্দেশনা পেলে এই তরুণরা তাদের উদ্ভাবনী মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে নানাভাবে বিশ্বব্যাপী পরিচিতি করাতে পারেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান জাকিরুল হক, সাধারণ সম্পাদক আফরোজা আখতার, আবিয়া গ্রেটলেক চ্যাপ্টারের সভাপতি মনির জামান, ফিয়াট-ক্রাইসলার এর ব্যবস্থাপক সাদেক রহমান, নাসিম উদ্দিন, আবু আশরাফ, হারুন রশিদ, রাহাত খান, ইমরান হোসেন, মুহাম্মদ আজিম, মোহাম্মাদ খান (আপেল) ও সাইফুল আজম সিদ্দিকী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন