
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫২ লাখ টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগ ।
আজ বিকেলে পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল রাত ১১টায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ মো. আনোয়ার হোসেন, মো. তুহিন ও মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঢাকাসহ ঢাকার আশ-পাশের জেলায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মিরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।