
নিউজ ডেস্ক: গোপালগঞ্জ পৌরসভার প্রায় দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় পৌরসভা সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খান, সাবেক পৌর মেয়র হাসমত আলি সিকদার, পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটু।
বাজেটে নতুন কোন করারোপ না করেই উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৮১১ টাকা। এতে মোট আয় ধরা হয়েছে ১৪৩ কোটি ৭৮ লক্ষ ৭৫ হাজার ২৫৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি ৬৯ লক্ষ ১৫ হাজার ৪৪৬ টাকা।
পরে পৌর কর্তৃপক্ষের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পৌর সভার কাউন্সিলরগণ ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।