
নিউজ ডেস্ক: জামালপুর রেল স্টেশন থেকে সংঘবদ্ধ ছয়জন মহিলা পকেটমারকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহানারা বেগম(৪৫), সাফিয়া বেগম(৪০), রাবেয়া বেগম(৩০), রুনা বেগম(২৮), আবেদা খাতুন(৩৩) ও অজুফা খাতুন(২৭)। এরা সকলেই বি বাড়িয়া জেলার নাছিরপুর থানার ধরমন্ডল এলাকার বাসিন্দা।
জামালপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন সোমবার দুপুরে জামালপুর রেল স্টেশনে দাঁড়ায়। এ সময় ছয় সদস্যের একটি পকেটমার চক্র ট্রেনটির দরজায় ভিড় করে সাধারণ যাত্রীদের পকেট মারতে থাকে।
সেখানে ওই পকেট মার চক্রটিকে ধরতে পূর্ব থেকেই রেলওয়ে পুলিশের সোর্স মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে ওই সোর্সের গোপন তথ্যানুযায়ী জামালপুর রেলওয়ে থানা পুলিশের এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ট্রেনে উঠে সংঘবদ্ধ মহিলা পকেটমার চক্রের ছয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই সময় পকেটমারদের নিকট থেকে যাত্রীদের খোয়া যাওয়া তিন হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানার ওসি গৌড় চন্দ্র মজুমদার জানান, ছয় সদসের একটি মহিলা পকেটমার চক্র দীর্ঘদিন যাবত ট্রেনে উঠে সাধারণ যাত্রীদের পকেট মেরে আসছিল। এ তথ্য পেয়ে তাদেরকে ধরতে স্টেশনে পূর্ব থেকেই সোর্স মোতায়েন করা হয়েছিল।
সোমবার গ্রেপ্তারকৃত ছয় মহিলা পকেটমারকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মসন সিংহ তাদের পত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।