
নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫৬৮ বোতল ফেনসিডিলসহ সোহেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গতকাল রবিবার রাত ১২টার দিকে উপজেলার বলদাখাল থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেলের বাড়ি কুমিল্লার কোতয়ালী থানার নিচন্তপুর গ্রামে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।