News71.com
 Bangladesh
 27 Jun 16, 03:53 PM
 474           
 0
 27 Jun 16, 03:53 PM

অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনও ফাঁকা লঞ্চের টিকিট কাউন্টার

অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনও ফাঁকা লঞ্চের টিকিট কাউন্টার

নিউজ ডেস্ক: অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন ফাঁকা পড়ে আছে লঞ্চের টিকিট কাউন্টারগুলো। লোক সমাগম একদমই নেই। কিছু কিছু কাউন্টারে বুকিং এজেন্টও নেই। শুধু পড়ে আছে টিকিট।


আজ সোমবার সকালে সদরঘাট কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে এ দৃশ্য চোখে পড়ে। এ সময় কোনো কোনো বুকিং এজেন্টকে খোশ গল্পে মেতে থাকতে বা মোবাইলে কথা বলে সময় কাটাতে দেখা যায়। ব্যস্ততা না থাকায় অনেকে আবার ঝিমিয়ে সময় কাটাচ্ছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত হলেও দুএকজন ছাড়া কাউকে টিকিট কিনতে দেখা যায়নি।

গত শনিবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করে লঞ্চ কর্তৃপক্ষ। প্রায় ১৭০টি লঞ্চ সদরঘাট কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে ৪১টি নৌ-পথে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। আসন্ন ঈদ উপলক্ষে ৮ থেকে ১০টি নতুন লঞ্চ সদরঘাট টার্মিনালে যোগ হচ্ছে। ঢাকা-বরিশাল রুটের সুন্দরবন-১০, পারাবত -১২,তাশরীফ-১, ঢাকা-পটুয়াখালী রুটে এ আর খান, তাশরীফ-২, ঢাকা-চাঁদপুর রুটে বোগদাদিয়া-৭ এবং প্রিন্স আওলাদ-৭।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, প্রতিদিনই নতুন নতুন লঞ্চ রুট পারমিটের আবেদন করছে, শেষ পর্যন্ত ঈদের আগে কতগুলো নতুন লঞ্চ চলাচল করবে তা এখনও বলা যাচ্ছে না।

ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে আমরা এবার বেশি সংখ্যক লঞ্চকে রুট পারমিট দেওয়ার চিন্তা করছি। এছাড়া কোনো রুটের লঞ্চেরই ভাড়া বাড়েনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন