News71.com
 Bangladesh
 27 Jun 16, 03:47 PM
 424           
 0
 27 Jun 16, 03:47 PM

বাংলাদেশের সব বিমা কোম্পানি ও বিমা করপোরেশন টানা ৯ দিন বন্ধ থাকবে

বাংলাদেশের সব বিমা কোম্পানি ও বিমা করপোরেশন টানা ৯ দিন বন্ধ থাকবে

নিউজ ডেস্ক: আগামী ৪ জুলাই সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব বিমা কোম্পানি ও বিমা করপোরেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে সরকারি অফিসের মতো ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৯ দিন বিমা খাতের সব অফিস বন্ধ থাকছে।

আজ সোমবার আইডিআরএ সদস্য জুবায়ের আহমেদ খাঁন স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়। সার্কুলারে বলা হয়, ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে বিমা অফিস খোলা রাখতে হবে। এর আগে বাংলাদেশ ব্যাংক সরকারি ছুটির সঙ্গে মিল করে সব তফশিলি ব্যাংককে ছুটির নির্দেশ দিয়েছে।

সরকারের নির্বাহী আদেশে আগামী ৪ জুলাই সরকারি ছুটি আর এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে। এ কারণে বাংলাদেশের সব তফশিলি ব্যাংকও ৪ জুলাই বন্ধ থাকবে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন