News71.com
 Bangladesh
 27 Jun 16, 01:43 PM
 501           
 0
 27 Jun 16, 01:43 PM

এক শ ভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেরানীগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ।।

এক শ ভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেরানীগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ।।

নিউজ ডেস্ক: এক শ ভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জিনজিরা, কলাতিয়া, শুভাঢ্যা এবং হাসনাবাদ জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর প্রায় ৩ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়। ১০০শ ভাগে পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা নানামুখী কর্মসূচি ঘোষণা করেন ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জুনিয়ার ইঞ্জিনিয়ার মামুন হোসেন, আনিসুর রহমান, মোতাহার হোসেন, মজিবর রহমান, ওয়্যারিং ইন্সপেক্টর এডুইন কমল বিশ্বাস, লাইন ম্যান, রেজাউল করিম, হারুন, আমিনুল হোসেন, সুমন দে, মোস্তফা কামাল, পিসিএম কামরুল ইসলাম প্রমুখ ।

এ সময় ওয়্যারিং ইন্সপেক্টর এডুইন কমল বিশ্বাস জানান, দেশের বিদ্যুৎ সেক্টরের ৭০ ভাগ সেবা আমরা দেই। কিন্তু আমাদের ১০০% পে-স্কেল দেওয়া হচ্ছে না। সরকারঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমরা সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছি। অথচ আমরাই আজকে সবচেয়ে বেশি বঞ্চিত। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল স্ব স্ব অফিসে কর্মবিরতি ঘোষণা করে অবস্থান ধর্মঘট পালন করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন