
নিউজ ডেস্ক: পুরস্কার ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের দুই দুর্ধর্ষ জঙ্গিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাঈম ওরফে সাইফুল ওরফে সাদ (৩০) ও সোহায়েল ওরফে শোভেল (২৮)।
রবিবার গভীর রাতে কামরাঙ্গীর চর ও ফরিদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্লগার ও লেখক খুনের অভিযোগ রয়েছে।
এর আগে তাদের ধরিয়ে দেওয়ার জন্য ডিএমপি পুরস্কার ঘোষণা করেছে। গভীর রাতে তাদের কামরাঙ্গীর চর থেকে গ্রেপ্তার করা হয়।