
নিউজ ডেস্ক: বরিশাল-ভোলা সড়কে মালবাহী পিকআপভ্যানের চাপায় রিয়াজ হোসেন (২৫) নামে মোটরসাইকেলের এ আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই আরোহী।
আজ সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলার দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ হোসেন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নরকাঠি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আহতরা হলেন-আবুল হোসেন ও আবুল।
তাদের বরিশাল- শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।