News71.com
 Bangladesh
 27 Jun 16, 10:42 AM
 432           
 0
 27 Jun 16, 10:42 AM

যশোরের বাঘারপাড়ায় বাস-নসিমন সংঘর্ষে তিন ব্যবসায়ী নিহত

যশোরের বাঘারপাড়ায় বাস-নসিমন সংঘর্ষে তিন ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় বাস-নসিমন সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাতে যশোর-মাগুরা সড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের আহম্মেদ পাটোয়ারির ছেলে ইসহাক হোসেন ও লাল্টু হোসেন এবং একই উপজেলার হাজামবাড়ি গ্রামের জাহাঙ্গীর।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছয়রুউদ্দিন জানান, যশোর থেকে চারটি গরু কিনে নসিমনে করে মাগুরা ফিরছিলেন চার ব্যবসায়ী। পুলেরহাট বাজারে পৌঁছলে একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসহাক হোসেন ও লাল্টু হোসেন নিহত ও চালকসহ তিনজন গুরুতর হন।

এ সময় চারটি গরু মারা যায়। আহতদের মধ্যে জাহাঙ্গীরকে যশোর হাসপাতাল, আশরাফুলকে মাগুরা সদর হাসপাতাল ও সিরাজুল ইসলামকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে যশোর হাসপাতালে জাহাঙ্গীর মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন