News71.com
 Bangladesh
 27 Jun 16, 10:07 AM
 440           
 0
 27 Jun 16, 10:07 AM

ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন আজ ।।

ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন আজ ।।

নিউজ ডেস্কঃ ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন আজ। শেষদিনের টিকিট প্রত্যাশীদের ভিড়ে কমলাপুর স্টেশনে তিল ঠাঁই নেই। কেউ আগের দিন বিকেল থেকে, কেউ সন্ধ্যায় আবার কেউ এসেছেন মধ্যরাতে ।

আজ সকালেই লাইন স্টেশন ছাড়িয়ে রাস্তায় পৌঁছেছে। একতা এক্সপ্রেসের টিকিট নিতে গতকাল সন্ধ্যার আগেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এদের মধ্যে থেকে কয়েকজন জানান, সন্ধ্যায় লাইনে দাঁড়িয়েছি। বাবা সেহরির খাবার দিয়ে গেছেন। লাইনে দাঁড়িয়ে সেহরি খেয়েছি। এখনো লাইনের শতাধিক মানুষের পেছনে রয়েছি ।

এরকম লাইনে দাঁড়ানো অপর ১জন জানান, সুন্দরবন এক্সপ্রেসের টিকিট কিনতে গতকাল বিকেল ৫টায় লাইনে দাঁড়িয়েছি। অর্ধেক রাত এক বন্ধু লাইনে দাঁড়িয়ে সহযোগিতা করে গেছেন। এর আগেও ২ দিন চেষ্টা করেও টিকিট পাইনি। সেজন্য গতকাল বিকেল থেকে লাইনে দাঁড়িয়েছি। তাও প্রায় ১৫ জনের পেছনে। আশা করি টিকিট পাবো। এদিকে কাউন্টার গুলোতে দেখা যায়, আজ ঘরে ফেরত অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন। দেওয়া হচ্ছে ৫ই জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর স্টেশনের কাউন্টার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন