
নিউজ ডেস্ক: বান্দরবান জেলা সদরসহ আশপাশের এলাকাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার ভোর ৬টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভোররাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় অনেকেই ভূমিকম্প টের পায় নি ।
তবে যারা টের পেয়েছে, তাদের অধিকাংশই ভয়ে আশপাশের ভবন থেকে দ্রুত রাস্তায় রাস্তায় নেমে আসে। প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পাহাড়ের অভ্যন্তরে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।