News71.com
 Bangladesh
 27 Jun 16, 01:11 AM
 598           
 0
 27 Jun 16, 01:11 AM

অবশেষে ব্যবস্থা গৃহিত হতে যাচ্ছে হরিঢালী-কপিলমুনি ডিগ্রি মহিলা কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে......

অবশেষে ব্যবস্থা গৃহিত হতে যাচ্ছে হরিঢালী-কপিলমুনি ডিগ্রি মহিলা কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে......

নিউজ ডেস্ক : হরিঢালী-কপিলমুনি ডিগ্রি মহিলা কলেজের সাময়িক বরখাস্তকৃত প্রভাষক মোঃ ইয়াকুব আলীর ৭ মাসের জীবন ধারণ ভাতা ৭ দিনের মধ্যে প্রদানের দাবিতে কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দিনকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন এড. এফএমএ রাজ্জাক।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০০৩ তারিখে ইসলামী শিক্ষা বিষয়ে প্রভাষক পদে ইয়াকুব আলী হরিঢালী-কপিলমুনি ডিগ্রি কলেজে যোগদান করেন। চাকুরিরত অবস্থায় তিনি কলেজ অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দিনের নানা দুর্নীতির প্রতিবাদ করেন। এরপর থেকে অধ্যক্ষ তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা অভিযোগে সাময়িক বরখাস্ত করেন বলেন লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে। এরপর মোটা অংকের টাকা নিয়ে সাময়িক বরখাস্তের বিষয়টি স্থগিত করেন।

পরবর্তীতে গত ৯ মে’ ১৫ পুনরায় ইয়াকুব আলীকে একটি ঘটনায় শোকজ করেন এবং পরবর্তীতে ১ জুন’ ১৫ পুনরায় সাময়িক বরখাস্ত করেন। ঐ অবস্থায় বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য অধ্যক্ষ প্রভাষকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিছু টাকা দেয়ার পর অধ্যক্ষ প্রভাষককে কয়েক মাস জীবন ধারণ ভাতা প্রদান করেন ও পৃথক খাতায় হাজিরা নেন। তবে বাকী টাকা দিতে ব্যর্থ হলে অধ্যক্ষ মেজবাহ প্রভাষক ইয়াকুব আলীকে অপমান করে কলেজ থেকে তাড়িয়ে দেন এবং বিগত ৭ মাস বেতন ভাতা বন্ধ করেন।

বহু আবেদন নিবেদন করেও কোন ফল পাননি প্রভাষক ইয়াকুব আলী। এমনকি চাহিদামত চাঁদার টাকা না দিলে প্রভাষক ইয়াকুব আলীকে অধ্যক্ষ জঙ্গী দ্বারা খুন জখমের ভয়-ভীতি দেন। তাই অসহায় প্রভাষক ইয়াকুব আলী মানবাধিকার উন্নয়ন কেন্দ্রে আইনী সহায়তার আবেদন করলে প্রতিষ্ঠানের পরিচালক এড. এফএমএ রাজ্জাক অধ্যক্ষ মেজবাহ উদ্দিনকে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে প্রভাষক ইয়াকুব আলীর পাওনা বকেয়াসহ হাল নাগাদ জীবন ধারণ ভাতা প্রদানের অনুরোধ জানান। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন