News71.com
 Bangladesh
 27 Jun 16, 12:45 AM
 478           
 0
 27 Jun 16, 12:45 AM

অসামাজিক কার্যকলাপ ও পরকিয়ায় বাধা দেওয়ায় চাঁদপুরের মতলবে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

অসামাজিক কার্যকলাপ ও পরকিয়ায় বাধা দেওয়ায় চাঁদপুরের মতলবে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

 

নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপ ও পরকিয়ায় বাধা দেওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শাশুড়িকে খুন করেছে পুত্রবধূ। আজ রবিবার বিকেল ৪টার দিকে মতলব উত্তরের গজরা ইউনিয়নের পূর্বরায়েরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাশুড়ির নাম শামসুন্নাহার (৭০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সৌদি প্রবাসী ছলেমান প্রধানের স্ত্রী খালেদা আক্তার ডলির (২৪) সাথে এলাকার এক যুবকের পরকিয়া সম্পর্ক ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি শাশুড়ি শামসুন্নাহার (৭০) দেখে ফেলেন।

এ নিয়ে ইতোপূর্বে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়। ঘটনার দিন ওই যুবকের সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় শাশুড়ি পুত্রবধূ খালেদা আক্তার ডলিকে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রবধূ ডলি শাশুড়ি শামসুন্নাহারকে পুতা দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।


এ ব্যাপারে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মজুমদার জানান, ঘাতক পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নিহত শাশুড়ির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। তিনি আরো জানান, নিহতের কন্যা রেহানা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন