
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও জাপান আগামী ২৯ জুন ৩৭তম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ প্রকল্পের আওতায় ৬টি প্রকল্পের ব্যাপারে চুক্তি করবে।
প্রকল্পগুলো হচ্ছে : যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্প, আন্তঃসীমান্ত সড়ক নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প (বাংলাদেশ), ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (দ্বিতীয়), মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক প্রকল্প-২, এনার্জি ইফিসিয়েন্সি এ্যান্ড কনজারভেশন প্রমোশন ফিনান্সিং প্রকল্প ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম ও বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে নিজ নিজ পক্ষে এই নোট বিনিময়ে স্বাক্ষর করবেন। অপরদিকে, ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মুখ্য প্রতিনিধি মিকিও হাতায়দা নগরীর এনইসি সম্মেলন কক্ষে দুপুর দুইটায় ঋণ চুক্তিতে স্বাক্ষর করবেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ রেলওয়ে বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে যমুনা নদীর ওপর ৪.৮ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণ করবে।
আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাধাসমূহ অতিক্রমের লক্ষ্যে আন্তঃসীমান্ত সড়ক নেটওয়ার্ক উন্নয়নে এ বছরের ২৬ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় আন্তঃসীমান্ত সড়ক নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের (বাংলাদেশ) অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ম্যাস রেপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এনার্জি ইফিসিয়েন্সি এ্যান্ড কনজারভেশন প্রমোশন ফিনান্সিং প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি।