
নিউজ ডেস্ক: কুমিল্লা শহরের চর্থা মুন্সিবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় গ্যাস পাইপ লাইনে আগুন লেগে গেলে অন্তত পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে এবং পড়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।রবিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শহরের চর্থা মুন্সিবাড়ি এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের তিন তলা বাড়ির নীচতলায় একটি গ্যারেজ ভাড়া নিয়ে একটি এনজিও'র গাড়ি রাখা হয়। সকালে ঢাকা মেট্রো চ ৫৩-২১৪৩ নম্বরের মাইক্রোবাসটি রাখার সময় বাড়ির দেয়াল সংলগ্ন গ্যাসের রাইজারে ধাক্কা লেগে গ্যাস বের হতে থাকে।
এ সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বাড়ির মালিক রফিকুল ইসলাম, পাশের বাড়ির নির্মাণ শ্রমিক মনির হোসেন, রাসেলসহ কয়েকজন ছুটে আসেন। কিন্তু মাইক্রোবাসের চালক আবার স্টার্ট নিলে গ্যাসে আগুন ধরে যায়।
এ সময় সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্মাণ শ্রমিক চৌদ্দগ্রামের প্রতাপপুরের ফরিদ মিয়ার ছেলে মনির হোসেন, দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড়ের শুভা মিয়ার ছেলে রাসেল, ফারুক ও নির্মাণ কাজের ঠিকাদার সাইফুলসহ পাঁচজন দগ্ধ হন।
এদের মধ্যে রফিকুল ইসলাম, মনির হোসেন ও রাসেল, ফারুককে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের ২৫ শতাংশ, মনিরের ৪৫ শতাংশ, রাসেলের ১৬ শতাংশ ও ফারুকের ৩০ শতাংশ পুড়ে গেছে। -