News71.com
 Bangladesh
 27 Jun 16, 12:20 AM
 436           
 0
 27 Jun 16, 12:20 AM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের মধ্যে হাতাহাতি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের মধ্যে হাতাহাতি

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রবিবার অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।


বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের মেডিক্যাল অফিসার জাহান শামস অভিযোগ করেন, আজ রবিবার দুপুরে মেডিসিন বিভাগের একজন চিকিৎসক তাঁকে মারধর করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আজ দুপুরে তিনি খাচ্ছিলেন। এ সময় মেডিসিন বিভাগের একজন চিকিৎসক কয়েকজন বহিরাগত ব্যক্তিকে নিয়ে সেখানে অসভ্যতা করছিলেন। তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মেডিসিন বিভাগের ওই চিকিৎসক তাঁকে মারধর করেন। তিনি এ ঘটনা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন