News71.com
 Bangladesh
 26 Jun 16, 10:01 PM
 384           
 0
 26 Jun 16, 10:01 PM

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় নারীসহ দুই পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় নারীসহ দুই পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক: পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় নারীসহ দুই পোশাক শ্রমিককে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে সাভারের রাজাবাড়ি ও রাত ১১টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, মোবাইলের একটি হেডফোন নিয়ে গত কয়েকদিন আগে সাভারের রাজাবাড়ি এলাকার ওয়েক্স নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক আলম (২৬) ও তার বন্ধু আসাদুলের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার রাতে রাজাবাড়ি এলাকায় গার্মেন্ট শ্রমিক আলমকে একা পেয়ে তার বন্ধু আসাদুল ও তার অপর বন্ধুরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত ভেবে পালিয়ে যায়।


পরে পথচারীরা তার গোঙ্গানী শুনে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।অপরদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শাহিদা নামের (৩৫) এক নারী পোশাক শ্রমিককে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়েছে।


খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে কারা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসিনুল কাদির এই পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন