
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ২দেশের পারস্পরিক লাভের লক্ষ্যে জ্বালানি, জাহাজ নির্মাণ ও আইসিটিসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করার জন্য ডেনিশ উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে আজ বিকেলে বঙ্গভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুগল এসকজায়ের সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ আহবান জানান। বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশে সাফল্যের সাথে দায়িত্ব পালন করায় রাষ্ট্রদূতের প্রতি তাঁর সন্তুষ্টি জানান এবং বলেন, তার (রাষ্ট্রদূতের) মেয়াদকালে ২দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক লক্ষ্যণীয়ভাবে বিস্তৃত হয়েছে ।
২০১৫ সালের জুন মাস থেকে কোপেনহেগেন-এ বাংলাদেশ দূতাবাস চালু হওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত হান ফুগল এসকজায়ের বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ।
ডেনিস রাষ্টদূত এখানে (ঢাকায়) তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি, সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন ।