News71.com
 Bangladesh
 26 Jun 16, 09:27 PM
 374           
 0
 26 Jun 16, 09:27 PM

২০১৬-১৭ অর্থবছরের জন্য ডিএনসিসির ২০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা আনিসুল হকের ।।

২০১৬-১৭ অর্থবছরের জন্য ডিএনসিসির ২০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা আনিসুল হকের ।।

নিউজ ডেস্কঃ ২০১৬-১৭ অর্থবছরের জন্য আজ দুপুরে ২০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০০শো ৪৮চল্লিশ কোটি টাকা। চলতি অর্থবছরে উত্তর সিটি করপোরেশন লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকা কম রাজস্ব আদায় করলেও মেয়রের প্রত্যাশা আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ হবে ।

আনিসুল হক বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে এবার রাজস্ব বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। আগামী অর্থবছরে ব্যয়ের জন্য এরইমধ্যে প্রায় ৬'শো কোটি টাকার জোগান রয়েছে বলেও জানান তিনি। তাছাড়া চলতি বছরের মধ্যেই কারওয়ান বাজার ৭০% স্থানান্তর করা হবে এবং দ্বিতীয়বার আর মেয়র নির্বাচন করবেন না বলেও জানান আনিসুল হক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন