
নিউজ ডেস্কঃ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষকের সংকট কাটাতে বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার পদে চাকুরি করতে আগ্রহী, তাদের শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আজ সরকারি কর্মকমিশন (পিএসসিতে) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। ৩৪তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের ঈদের আগেই এসব পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যাললয়ের সহকারি শিক্ষক পদটি নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদ। পিএসসি সূত্র জানায়, বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের যত শূন্য পদ আছে, তার ৫০ শতাংশ এই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানায়, বর্তমানে দেশের ৩৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ৬টি। সবচেয়ে বেশি সমস্যা ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে। কিন্তু পদ উন্নীতকরণের জটিলতায় সহকারী শিক্ষক পদে ২০১২ সালের জানুয়ারির পর আর নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, ওই বছরের ১৫ই মে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত করা হয় ।
এর ফলে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগবিধি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু গত ৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নিয়োগবিধি চুড়ান্ত করতে পারেনি সরকার। তাই নিয়োগও আটকে আছে। এ কারণে সংকটও বাড়ছে ।