
নিউজ ডেস্ক: মাদারীপুর সদর উপজেলার শিরখাড়াতে বাল্য বিয়ে করার অপরাধে আবুল খায়ের (৩১) নামের এক ব্যক্তিকে জেল-জরিমানা সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান। মাদারীপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সাইফুদ্দিন গিয়াস ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার শিরখাড়া গ্রামের মো. কাওছার শেখের মেয়ে তমালিকা আক্তারকে (১৩) বাল্য বিয়ে করার অপরাধে দুই সন্তানের বাবা একই গ্রামের আবুল খায়েরকে ১ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।