News71.com
 Bangladesh
 26 Jun 16, 06:28 PM
 1211           
 0
 26 Jun 16, 06:28 PM

ধামরাইয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

ধামরাইয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক: ধামরাইয়ে জনবহুল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ব্যারিকেট দিয়ে একটি সিএনজি ফিলিং ষ্টেশনের ম্যানেজারের পায়ে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ধামরাই পৌরসভার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের উর্ধতন কর্মকর্তা ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা জানায়, আজ রবিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে পাল সিএনজি ফিলিং ষ্টেশনের ম্যানেজার আবুল হোসেন ও একই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাজির হোসেনসহ ফিলিং স্টেশন থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে লেগুনা পরিবহন করে ধামরাইয়ের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে এসে নামেন তারা। টাকাগুলো ধামরাই বাজারের আইএফআইসি ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল।

ঢুলিভিটা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে তিনজন মহিলা ও দুজন পুরুষসহ তারা দুজনে। এরপরে ধামরাই বাজারে আসার সময় লাকুরিয়াপাড়াস্থ আবদুস সোবহান মডেল হাই স্কুলের পূর্ব পাশের স্পীড ব্রেকারে পৌঁছানোমাত্র দুটি মোটরসাইকেল তাদের অটোরিকশাটিকে ব্যারিকেট দিয়ে আবুল হোসেনের বাম পায়ে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ডাক-চিৎকারে মহল্লাবাসী এগিয়ে গিয়ে আহতাবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ আরো জানায়, আহত আবুল হোসেন যশোরের অভয়নগর থানার ধলগ্রামের। তিনি পাল সিএনজি ফিলিং ষ্টেশনে প্রায় ৬ বছর ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। আর নাজির হোসেন একই প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সাত বছর যাবৎ কর্মরত।

এ ব্যাপারে নাজির হোসেন জানান, কিছু বুঝে উঠার আগেই দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক এসে তাদের বহনকৃত সিএনজিচালিত অটোরিকশাটিকে ব্যারিকেট দিয়েই গুলি চালিয়ে টাকাগুলো লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, আবুল হোসেনের পা থেকে গুলি বের করা হয়েছে। তিনি বর্তমানে এনাম মেডিক্যালে আশঙ্কামুক্ত। ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক বলেন, টাকা উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন