News71.com
 Bangladesh
 26 Jun 16, 04:50 PM
 538           
 0
 26 Jun 16, 04:50 PM

জেল হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত: প্রধান বিচারপতি

জেল হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, পরিকল্পিতভাবে জেল হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। ষড়যন্ত্রের কারণে জেল হত্যা মামলায় দোষীদের শাস্তি হয়নি। প্রধান বিচজারপতি আজ রবিবার দুপুরে গাজীপুর কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে এ কথা বলেন।

এ সময় কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার হারুন অর রশীদসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি কারাগারে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। তিনি কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দিদের সাথে কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার রায় আমি দিয়েছি। জেল হত্যা মামলায় দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র ছিল, সটা প্রমাণিতও হল। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হল না, আমি স্তম্ভিত হলাম। পরিকল্পিতভাবে জেল হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।

তিনি আরো বলেন, একজন বিচারপতিকে বিচার করতে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমাদের জেল কোড অনেক পুরাতন। এটা নিয়ে ব্রিটিশ আমলে অনেক জগাখিচুড়ি হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন