News71.com
 Bangladesh
 26 Jun 16, 04:48 PM
 487           
 0
 26 Jun 16, 04:48 PM

নদী খননে প্রয়োজনীয় ড্রেজার কেনা হবে: পানিসম্পদ মন্ত্রী

নদী খননে প্রয়োজনীয় ড্রেজার কেনা হবে: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক: নদী খননে ১১টি ড্রেজার কেনা হয়েছে আরো কেনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আজ রবিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এরআগে সকাল ১০টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এই তিনটি বৃহৎ নদীতে আমরা বর্ষাকালে পানি বেশি পাই, আবার খড়াকালে পানি থাকে না। এজন্য আমরা একটি নতুন প্রকল্প নিয়েছি। ইতোমধ্যে ১১টি ড্রেজার কেনা হয়েছে, আগামীতে আরো কেনা হবে।

তিনি বলেন, আমরা সংবিধান রক্ষা করতে ২০১৪ সালের নির্বাচন করেছিলাম। এ নির্বাচন বাংলাদেশের জন্য মাইলফলক হয়ে থাকবে। আগে মানুষ মনে করত কোনো দল অংশগ্রহণ না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা ছিল ভুল। কারণ দেশের সংবিধান কারো জন্য অপেক্ষা করে না। অনেকে মনে করেছিল এ নির্বাচন অনেকে মেনে নেবে না। কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ গেছে। জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আগামীতে দেশ আরো এগিয়ে যাবে। তবে ব্যাংকিং খাতে লুটপাটের কারণে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, যে ভারত আমাদের সাহায্য করতো, আজ সামাজিক উন্নয়ন সূচকে তাদের আমরা পিছে ফেলে এসেছি।

আমাদের সামাজিক সূচক, জিডিবি, অর্থনীতি সব ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব দেশ কতটা এগিয়েছে। ভারতে এখন কৃষক আত্মহত্যা করে কিন্তু আমাদের দেশে কেউ না খেয়ে নেই বলেও মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন