News71.com
 Bangladesh
 26 Jun 16, 04:47 PM
 1066           
 0
 26 Jun 16, 04:47 PM

ঢাকার ধামরাইয়ে নেশার টাকা না দেওয়ায় এক দরজিকে পিটিয়ে হত্যা করল এক মাদকাসক্ত

ঢাকার ধামরাইয়ে নেশার টাকা না দেওয়ায় এক দরজিকে পিটিয়ে হত্যা করল এক মাদকাসক্ত

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে নেশার টাকা না দেওয়ায় মো. মাসুদ হোসেন (৩৮) নামে এক দরজিকে পিটিয়ে হত্যা করেছেন ইসরাফিল (২৫) নামে এক মাদকাসক্ত যুবক। রবিবার (২৬) জুন সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ধামরাইয়ের পশ্চিম সূত্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু জানান, অভিযুক্ত ইসরাফিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক সেবনের দায়ে এর আগে বেশ কয়েকবার ইসরাফিলকে আটক করা হয়েছিল বলেও জানান তিনি।

মাসুদের স্ত্রী শাহেদা আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, অনেকদিন ধরেই গাঁজা সেবনের জন্য মাসুদের কাছে এক হাজার টাকা চেয়ে আসছিলেন ইসরাফিল। মাসুদ বরাবরই টাকা দিতে অস্বীকার করে আসছিলেন। রোববার সকালে কাওয়ালীপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাসুদ। এসময় কাঁঠালিয়া এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা ইসরাফিল টর্চলাইট দিয়ে পিটিয়ে মাসুদকে হত্যা করে পালিয়ে যান।

পরে রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন