
নিউজ ডেস্ক: রাজশাহীর গোরহাঙ্গা রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি রাজশাহী স্টেশনে ঢোকার আগে গোরহাঙ্গা রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ক্রসিং পার হতে গিয়ে কাটা পড়েন ওই বৃদ্ধ।
তিনি আরও জানান, খবর পেয়ে রাজশাহী সদর দমকল বাহিনীর কর্মীরা মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।