
নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর গ্রামের দারোগাপাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় কাপড় ও কসমেটিক সামগ্রীসহ মিজানুর রহমান নামের এক চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক মিজানুর রহমান একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
রবিবার ভোর সাড়ে তিনটার দিকে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযান দলে অন্যদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, এসআই জলাল উদ্দিন অংশ গ্রহন করেন ।
ডিবির ওসি জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নিশিপুর দারোগাপাড়া গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৬৯ টি প্যান্টের কাপড়ের থান, ১৮টি থ্রি পিসের থান, ২টি লেহেঙ্গা, ২৪টি টি-শাট, ৪০ জোড়া ইমিটেশনের হাতের বালা, ১৬ টি সুতার কন্ঠহার, ১১টি ব্যাসলেট, ৪৮ টি ইমেটিশন চেইন, ১০ জোড়া কানের রিং, ১৫টি গলার হার, ১৩৪০ পাতা টিপ, ৩৮৫ জোড়া কানের দুল, ৫৮০টি চুড়ি জব্দ করে মিজানুর রহমানকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য সাড়ে ৫ লাখ টাকা হবে। আটক চোরাকারবারী মিজানুর রহমানকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।