
নিউজ ডেস্ক: জামালপুর জেলায় যমুনা নদীতে বন্যার পানি হুহু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় ইসলামপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে বন্যার পানি ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবছর বর্ষা মৌশুমের শুরুতেই যমুনায় ব্যাপক পানি বৃদ্ধিতে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান, যমুনা নদীতে গত দুইদিন ধরে বন্যার পানি হুহু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যমুনায় বন্যার পানি রবিবার সকালে পানি পরিমাপক স্কেলের ১৯.২৬ মিটার পয়েন্টে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যমুনায় বন্যার পানির বিপদ সীমা নির্ধারণ করেছে পানি পরিমাপক স্কেলের ১৯.৫০ মিটার। যমুনায় বন্যার পানি বিপদ সীমা অতিক্রম করতে আর মাত্র ২৪ সেন্টিমিটার বাকি রয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল শনিবার সকাল থেকে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার যমুনা তীরবর্তী বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা থেকে দেওয়ানপাড়া পর্যন্ত এলাকায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প ও স্বেচ্ছা শ্রমে নির্মিত একটি বন্যা নিয়ন্ত্রন বাঁধ পানির চাপে ধ্বসে পড়ছে।
ওই বাঁধটি ভেঙ্গে পানি প্রবাহিত হলে এবছর বন্যার শুরুতেই ইসলামপুরের চিনডিুলি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ ও বহু ফসলি জমি আগাম প্লাবিত হবে। বাঁধটি রক্ষায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে গত কয়েকদিন ধরে ওই বাঁধের পশ্চিম পাশের্^ বালিভর্তি বস্তা ডাম্পিং করছেন।