News71.com
 Bangladesh
 26 Jun 16, 01:53 PM
 507           
 0
 26 Jun 16, 01:53 PM

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়া-ই হলো তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ' এই স্লোগান নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১০টায় একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

তারপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাজ্জাক। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. আসলাম উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন