
নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মধ্যরাতে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের লিফটে আটকা পড়েছিলেন দুই প্রতিমন্ত্রী। এরপর ২৪ ঘণ্টা পেরোয়নি। এর আগেই শুক্রবার বিকেলে ছিঁড়ে পড়ল উত্তরার একটি বহুতল বিপণিবিতানের লিফট। প্রকৌশলীরা বলছেন, যাঁদের বাড়ির লিফট ১০-১৫ বছরের পুরোনো, তাঁদের সাবধান হওয়া উচিত। লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের ইমারত নির্মাণ বিধিমালাতেই লিফট বসানোর ব্যাপারে পালনীয় নিয়মকানুনের কথা বলা আছে। ভবনের উচ্চতা অনুযায়ী লিফটের আকৃতি, প্রকার কেমন হবে—সেগুলো পরিষ্কারভাবে বিধিমালায় বলা আছে। বিধিমালা অনুসরণ করে লিফট লাগানোর পর প্রতি ছয় মাসে একবার অন্তত লিফট রক্ষণাবেক্ষণ করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
তিনি বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লিফট পঞ্চাশের দশকে লাগানো হলেও সেটি কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে চলছে, শুধু ঠিকমতো রক্ষণাবেক্ষণের কারণে।
তবে যন্ত্রকৌশল বিভাগের বিশেষজ্ঞরা আরও বলছেন, স্পিড গভর্নরের দাম লাখ খানেক টাকা। অনেক অসচেতন মানুষ টাকা বাঁচাতে কখনো কখনো এই স্পিড গভর্নর লাগান না। সেখানেও বিপত্তি ঘটে।
ঢাকা শহরের বহুতল ভবনে লিফটগুলোর কী অবস্থা, জানতে চাইলে আবাসন প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, তাঁরা ভবন হস্তান্তরের সময় ভবনমালিকদের সঙ্গে লিফট সরবরাহকারীদের যোগাযোগ করিয়ে দেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন। দায়িত্বটা ভবনমালিকদের।
রক্ষণাবেক্ষণের পাশাপাশি লিফটের যে ধাতব তার, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো হলে পরিবর্তন করে নেওয়া উচিত।