News71.com
 Bangladesh
 26 Jun 16, 11:24 AM
 428           
 0
 26 Jun 16, 11:24 AM

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু পাচারকারী আহত ।।

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু পাচারকারী আহত ।।

নিউজ ডেস্কঃ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন নামে বাংলাদেশি ১ রাখাল আহত হয়েছে। আজ ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি সীমান্তের বিপরীতে ভারতের ১ কিলোমিটার ভেতরে শিবতলা এলাকায় এ ঘটনাটি ঘটে ।

আলমগীরের বাড়ি সাতক্ষীরা সদরের আলীপুর মাঝেরপাড়া এলাকায়। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলমগীর হোসেনের জানান, গতকাল সন্ধ্যায় তিনিসহ ১৬ জন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান ।

আজ সকালে ফেরার সময় বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী ক্যাম্পের বিএসএফ তাদের ওপর গুলি চালায়। গুলিতে তিনি আহত হন। সঙ্গীরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমানের জানান, আলমগীরের ডান পাশের ঘাড়ের নিচে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন